
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পরেছে বাংলাদেশ। ৩১ ওভারে ১৬১ রান তুলতেই প্রথম সারির ৫ ব্যাটার সাজঘরে ফিরে গেছে টাইগারদের।
৪ উইকেটের পর শামীম-হৃদয়ের জুটিতে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু থিতু হয়েও টিকতে পারলেন না শামীম। আসিথার বলে ক্যাচ দিয়ে ২৩ বলে ২২ রান করে ফেরেন শামীম। তার বিদায়ে ভাঙে ৩৭ বলে ৩৩ রানের জুটি। বাংলাদেশ ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানে ব্যাট করছে। ক্রিজে হৃদয়ের সঙ্গী জাকের আলী।
গত ম্যাচে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে আজ শুরুটা ভালো করেই সেটিকে বড় রূপ দিতে পেরেছেন তিনি। শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেছেন ইমন। ইতোমধ্যে ৪৬ বলে অর্ধশতক পূর্ণ করেছেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু ফিফটি করে বেশী দূর যেতে পারেননি মাত্র ৬৭ রানে আটকে যান তিনি। এরপর ব্যাটিংয়ে আসেন মিরাজ। তিনিও মাত্র ৯রান করে সাজঘরের দিকে হাঁটা দেন।
গত ম্যাচে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে আজ শুরুটা ভালো করেই সেটিকে বড় রূপ দিতে পেরেছেন তিনি। শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেছেন ইমন। ইতোমধ্যে ৪৬ বলে অর্ধশতক পূর্ণ করেছেন এই বাঁহাতি ব্যাটার।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]