বাংলাদেশ প্রিমিয়া লীগে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর রাইডার্স।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।
সিলেটে মাটিতে এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।
এবারের বিপিএল আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস। এবার তাদের প্রতিপক্ষ টেবিল টপার রংপুর রাইডার্স।
দুই দলের আগের লড়াই বিপিএলের উদ্বোধনী রাতে। সেদিন ৪ উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার ধসিয়ে দেন রংপুর রাইডার্সের অফ স্পিনার শেখ মেহেদী হাসান। ৬ উইকেটে ১৯১ রান করে ৪০ রানের জয় পায় রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স একাদশ
অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ এবং কামরুল ইসলাম রাব্বি।
ঢাকা ক্যাপিটালস একাদশ
লিটন দাস, জেসন রয়, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আমির হামজা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]