![](http://www.bbarta24.net/templates/bbarta/images/main-logo.png)
পার্থে বোর্ডার-গাভাস্কার ট্রফির ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। তবে অ্যাডিলেড টেস্টে ম্যান ই ব্লুদেরকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অজিরা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে স্বাগতিকরা।
৮ ডিসেম্বর, রবিবার তৃতীয় দিন ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত।
কিন্তু শেষ ৫ উইকেটে মাত্র ৪৭ রান করে ভারত মাত্র ১৭৫ রানে অলআউট হয়। প্যাট কামিন্সের নেতৃত্বে অজি বোলাররা দ্বিতীয় ইনিংসেও দারুণ পারফর্ম করেন। কামিন্স ৫ উইকেট নেন, স্কট বোল্যান্ড ৩টি ও স্টার্ক ২ উইকেট শিকার করেন।
জয়ের জন্য মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। এই সহজ লক্ষ্য ছুঁয়ে ফেলতে দুই ওপেনারের লেগেছে মাত্র ২০ বল। তৃতীয় দিনে প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচটিতে সব মিলিয়ে খেলা হয়েছে মোটে ১০৩১ বলে। টেস্টে এটাই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম বলের লড়াই।
এর আগে, ব্যাটিং ধসে ভারত প্রথম ইনিংস মাত্র ১৮০ রানেই থেমে যায়। মিচেল স্টার্ক ছিলেন বিধ্বংসী, ক্যারিয়ারসেরা ৬/৪৮ বোলিং ফিগারে ভারতকে গুটিয়ে দেন।
জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে। যেখানে ১৪১ বলে ১৪০ রান করেন ট্রাভিস হেড। এই দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনিই। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি চারটি করে উইকেট নেন।
বিবার্তা/নাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]