
জাতীয় দলের তারকা ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব এক সময় জাতীয় দলে নিয়মিত তারকা ছিলেন। তবে পারফরম্যান্সের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন তিনি। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সুখবর দিয়েছেন আফিফ।
২৬ অক্টোবর, শনিবার এক পোস্টে তিনি জানিয়েছেন, যমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। দুই কন্যা সন্তানের পিতা হয়ে আফিফের আনন্দটা অবশ্য একটু বেশিই।
পোস্টে আফিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, আমরা দুটি কন্যা সন্তান পেয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয় যখন আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই৷ এই নতুন অধ্যায়টি শুরু করার সাথে সাথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন৷ পৃথিবীতে স্বাগতম, জুনিয়র!’
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা আফিফকে দেশের হয়ে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে দেখা গিয়েছিল। আসন্ন বিপিএলে বরাবরের দল পেয়েছেন তিনি। আশা করা হচ্ছে, আসন্ন বিপিএল দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন এই ব্যাটার।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]