এল ক্লাসিকো; রিয়ালকে উড়িয়ে বার্সার বড় জয়
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১১:০৯
এল ক্লাসিকো; রিয়ালকে উড়িয়ে বার্সার বড় জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সান্তিয়াগো বার্নাব্যুতে দুঃস্বপ্নের রাত কাটলো রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোতে তাদেরকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনা। বার্সা ঝড়ে বিধ্বস্ত হয়ে এক হালি গোল হজম করতে হয়েছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে।


২৬ অক্টোবর, শনিবার দিবাগত রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।


কাতালান জায়ান্টদের হয়ে তাদের স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি জোড়া গোল করেন, বাকি দুটি গোল আসে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার পা থেকে।


ম্যাচটি সাধারণ চোখে দেখলে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কির দ্বিতীয়ার্ধের দ্রুতগতির জোড়া গোলের সুবাদে লা লিগার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে চমকপ্রদ এক জয় পেয়েছে। তবে শনিবারের এই ম্যাচ প্রমাণ করলো বার্সেলোনা এবার রিয়াল থেকে ঠিক কত এগিয়ে।


তবে ম্যাচের প্রথমার্ধে চিত্র ছিল আলাদা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময় রিয়ালের হাতেই ছিল এবং তারা বেশ কয়েকটি গোলের সুযোগও পায়। তবে বার্সার চতুর অফসাইড ট্রাপের কাছে বারবার ধরা খাচ্ছিল তারা। রিয়ালের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বারবার পড়েছেন অফসাইডের ফাঁদে। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।


দ্বিতীয়ার্ধে যেন ঘুম থেকে জেগে উঠে বার্সা। ম্যাচের ৫৪তম ও ৫৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে জোড়া গোল করে পুরো বার্নাব্যুকে স্তব্ধ করে দেন রিয়ালের পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি।


রিয়াল মাদ্রিদ এরপর ম্যাচে ফেরার চেষ্টা করছিল, তবে বার্সেলোনা আরও দুটি পাল্টা আক্রমণ থেকে গোল করে প্রতিপক্ষের আশা শেষ করে দেয়। ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল ৭৭তম মিনিটে গোল করে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাব অর্জন করেন। পরে ৮৪তম মিনিটে রাফিনিয়া শেষ গোলটি করে মাদ্রিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।


এই জয়ের ফলে বার্সেলোনা তাদের পয়েন্ট ৩০-এ উন্নীত করে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেলো তারা। বার্সার থেকে নয় পয়েন্ট পিছিয়ে তিনে আছে ভিয়ারিয়াল।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com