রাতে এল ক্লাসিকোয় মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১০:১৫
রাতে এল ক্লাসিকোয় মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে রাতে। এ উপলক্ষ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে চলছে উৎসবের আমেজ। বিশ্বে ছড়িয়ে থাকা রিয়াল-বার্সা সমর্থকদের নজরও এখন সেদিকে। জমজমাট এক এল ক্লাসিকোর অপেক্ষা করছে সবাই।


২৬ অক্টোবর, শনিবার দিবাগত রাত একটায় মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
প্রথমবার এল ক্লাসিকো খেলবেন কিলিয়ান এমবাপে। শনিবার লা লিগার এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা উচ্ছ্বসিত ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও। ব্রাজ়িলিয়ান এই তারকা চ্যাম্পিয়ন্স লিগে চলতি সপ্তাহেই হ্যাটট্রিক করেছেন। তবে চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না রদ্রিগো, থিবো কুর্তোয়া, দানি কার্বাহালরা। দানি কার্বাহাল হয়তো পুরো মৌসুমেই খেলতে পারবেন না।


তবুও তারকাসমৃদ্ধ দল রিয়াল মাদ্রিদই এগিয়ে শক্তির বিচারে। এমবাপে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস তো আছেনই। এন্দ্রিকের মতো প্রতিভাবান, লুকা মদ্রিচের মতো অভিজ্ঞ, ফেদেরিকো ভালভাবের্দের মতো বিচক্ষণ মিডফিল্ডারদের রিয়াল ভারসাম্যপূর্ণ এক দল।


অন্যদিকে বার্সেলোনার কোচ কোচ হান্সি ফ্লিকের কাছে এক ঝাঁক তরুণ ফুটবলার। লামিনে ইয়ামালের বয়স ১৭ বছর। পেদ্রি, মার্ক কাসাদো, ফের্মিন লোপেস, আলেহান্দ্রো বালদে, আনসু ফাতি-পাঁচ জনেই একুশের কোঠায়। গাবি ২০ বছর। বর্ষীয়ান খেলোয়াড় কেবল ৩৬ বছরের লেওয়ানডস্কি।


তবে তরুণ দলটি কী করতে পারে, সেটা গত বুধবারই বায়ার্ন মিউনিখের বিপক্ষে দেখা গেছে। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। রিয়ালের জন্য তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। আর সেই কঠিন লড়াইও তো দেখত চান সমর্থকরা। তা না হলে কিসের এল ক্লাসিকো!


১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল দুইয়ে অবস্থান করছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com