
স্পিন পিচ বানিয়ে প্রতিপক্ষকে কাবু করার ছক একেছিলো স্বাগতিক ভারত। সেই লক্ষ্যে বেশ সফল হয়েছিলো তারা। তবে ব্যাট করতে নেমে নিজেদের খোড়া গর্তেই পড়লো দলটি। বৃহস্পতিবার পুণে টেস্টের প্রথম দিনেই গতকাল ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে সফরকারী নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমেছিল ২৫৯ রানে। প্রায় তিন বছর পর দলে ফিরেই ৫৯ রানে সাত উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন ভারতের এই স্পিনার। তবে তার বদলা নিলেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।
২৫ অক্টোবর, শুক্রবার টেস্টের দিনের সকালের সেশনেই আউট হয়েছিলেন ভারতের ৬জন ব্যাটার। মধ্যাহ্নভোজের পরেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। মাত্র ১৫৬ রানে থামেন রোহিত শর্মারা। প্রথম ইনিংসে ১০৩ রানে পিছিয়ে তারা।
স্বাগতিকদের ইনিংসে ধ্বস নামাতে সবচেয়ে বড় অবদান রাখেন কিউই বোলার মিচেল স্যান্টনার। ভারতের মাটিতে প্রথমবার এক ইনিংসে সাত উইকেট তুলে নিলেন এই স্পিনার।
বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হারের বদলা নিতে পুণেতে ধীর গতির ঘূর্ণি পিচ তৈরি করেছিল ভারত। টেস্টের প্রথম দিনে ভারতের মুখে হাসি ফোটায় ওয়াশিংটন সুন্দরের ফর্ম।
তবে প্রথম দিনের শেষেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। আশা ছিল, শুক্রবার সকাল থেকে ইনিংসের হাল ধরবেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। কিন্তু ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন দুজনেই।
দুই তরুণ ব্যাটার ছাড়াও চূড়ান্ত ব্যর্থ অভিজ্ঞ বিরাট কোহলি। বাজে শট খেলে মাত্র ১ রানে আউট হয়ে যান তিনি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খান, ৯৯ রানের ইনিংস খেলা ঋষভ পান্তরা ব্যর্থ ছিলেন এদিন। সরফরাজ ১১ এবং ঋষভ পান্ত ১৮ রানের ইনিংস খেলেন।
মধ্যাহ্নভোজের বিরতি শেষ হওয়ার পরে আগ্রাসী মেজাজে রান তোলার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। তবে সেই প্রয়াসও বেশিক্ষণ টেকেনি। ৩৮ রান করে আউট হন জাদেজা। প্রথম ইনিংসে তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ১৮ রান করে অপরাজিত থাকেন সুন্দর।
স্যান্টনারের সাত উইকেটের পাশাপাশি এদিন ভারতের ব্যাটিংয়ে ধ্বস নামাতে জোড়া উইকেট নিয়ে অবদান রাখেন গ্লেন ফিলিপসও। অপর উইকেটটি নেন পেসার টিম সাউদি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৮ রানে ব্যাট করছে সফরকারীরা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]