জিম্বাবুয়ের রেকর্ড রান করার ম্যাচে শীর্ষে রাজা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৪০
জিম্বাবুয়ের রেকর্ড রান করার ম্যাচে শীর্ষে রাজা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইপিএল থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, সর্বত্র জিম্বাবুয়েকে তুলে ধরছেন পাকিস্তানি বংশোদ্ভুত সিকান্দার রাজা। গাম্বিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির ইতিহাস বদলে দেয়া ম্যাচেও সেরা ছিলেন রাজাই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। অধিনায়ক রাজার ব্যাটে ভর করে সেটাই ভাঙলো জিম্বাবুয়ে।


টি-টোয়েন্টিতে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল নেপাল। তবে বুধবারের ম্যাচে সেটি ভেঙে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে।


গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে রোডেশিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।


এদিন দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছেন সিকান্দার রাজা। এস্তোনিয়ার সাহিল চৌহানের পর টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির তালিকায় দুইয়ে উঠে এসেছেন সিকান্দার রাজা। অবশ্য টেস্ট খেলুড়ে দেশের হিসেবে তিনিই ক্রিকেটের এই ফরম্যাটে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন।


এমন এক ব্যাটিং পারফর্ম্যান্সের পর ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার ১৭তম ম্যান অব দ্য ম্যাচ হওয়ার ঘটনা। এই তালিকাতেও এখন সবার ওপরে আছেন জিম্বাবুয়ে অধিনায়ক। পেছনে ফেলেছেন বিরাট কোহলি, সুর্যকুমার যাদব এবং মালেশিয়ার ভিরানদ্বীপ সিংকে।


১৭তম ম্যান অব দ্য ম্যাচ হতে সিকান্দার রাজা খেলেছেন ৯৫ ম্যাচ। আর ১৬ ম্যান অব দ্য ম্যাচ হতে ভিরাট খেলেছেন ১২৫ ম্যাচ। সুরিয়াকুমার খেলেছেন সবচেয়ে কম ৭৪ ম্যাচ। আর ভিরানদ্বীপের খেলা হয়েছে ৮৪ ম্যাচ। আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নাবী আছেন তালিকার ৫ম অবস্থানে। ১২৯ ম্যাচ খেলে ১৪বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।


বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার গিয়েছে সাকিব আল হাসানের ঝুলিতে। ১২৯ ম্যাচের ক্যারিয়ারে এই ক্রিকেটার ৭ বার ম্যাচসেরা হয়ে সার্বিক বিচারে ম্যান অব দ্য ম্যাচের তালিকায় আছেন ৭ম স্থানে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com