
ইউরোপা লিগে বড় জয় পেয়েছে চেলসি। অন্যদিকে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।
বৃহস্পতিবার রাতে গ্রিসের ক্লাব পানাথিনাইকোসের মাঠে ৪-১ গোলের জয় পেয়েছে চেলসি। জোড়া গোল করেন হোয়াও ফেলিক্স।
ম্যাচের ২২ মিনিটে ফেলিক্সের গোলে এগিয়ে যায় চেলসি। ৪৮ মিনিটে মুদ্রিক ব্যবধান দ্বিগুণ করেন। ৫৫ মিনিটে ফেলিক্স করেন নিজের দ্বিতীয় গোল। এর চার মিনিট পর পেনাল্টি থেকে ৪-০ করেন এনকুকু।
৬৯ মিনিটে এসে একটি গোল শোধ করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
এদিকে তুরস্কের ক্লাব ফেনেরবাহসে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ১৫ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। কিন্তু সে লিড ধরে রাখতে পারেনি। ৪৯ মিনিটে এন-নেসেরির গোলে সমতা ফেরায় ফেনেরবাহসে।
এদিকে ঘরের মাঠে ডাচ ক্লাব আলকামারকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। ৮৫ মিনিটে আলকামারের ওলফে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয়ের ব্যবধান আর বাড়াতে পারেনি টটেনহ্যাম।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]