
দক্ষিণ আফ্রিকা বিপক্ষে প্রথম টেস্টে শঙ্কা ছিল ইনিংস ব্যবধানে পরাজয়ের। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। মেহেদী মিরাজ ও জাকের আলীর অসাধারণ জুটির কল্যাণে লিড নিচ্ছে টাইগাররা। তবে ব্যাক্তিগত ৫৮ রানে কেশব মহারাজের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েছেন জাকের আলী।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান। উইকেটে মেহেদী মিরাজ ৭৭ রানে এবং নাঈম হাসান ১২ রানে অপরাজিত আছেন।
লিড বেড়ে দাঁড়িয়েছে ৬৫ রানে। এখন দেখার অপেক্ষা সফরকারী দক্ষিণ আফ্রিকাকে কত রানের টার্গেট দিতে পারে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে অন্তত ২০২ রান করতে হতো। দলীয় ৪ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস হারের শঙ্কা ভালোভাবেই জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে গতকাল শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও মুশফিকের পাল্টা প্রতিরোধে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা।
তবে ২৩ অক্টোবর, বুধবার টেস্টের তৃতীয় দিনের সকালটাও ছিল রীতিমত দুঃস্বপ্নের। ৭ ওভারেই টাইগারদের উইকেটের পতন হয় ৩টি। স্কোরবোর্ডে ১২ রান তুলতেই ফিরে গেছেন আগের দিনের অপরাজিত জয় ও মুশফিক। আবারও ব্যর্থ হন লিটন দাস। আবারও ইনিংস হারের শঙ্কা মাথাচাড়া দেয়। অবশ্য এরপর মেহেদি হাসান মিরাজ আর জাকের আলী অনিক বাঁধা হয়ে দাঁড়ান। সপ্তম উইকেটে এ দুজন ১৩৮ রানের জুটি গড়ে দলকে ইনিংস হার থেকে বাঁচান।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]