
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরপর দুই উইকেট ও নিজের ফাইফার অর্জনের মাধ্যমে বাংলাদেশকে খেলায় ফেরান তাইজুল ইসলাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তাদের লিড ২৯ রান।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। তাকে ফেরান তাসকিন আহমেদ। ২৭ বলে ২৩ রান করে তারে দেখানো পথে হাঁটেন ক্রিস্টান স্টাবস। এরপর ডেভিডকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন টনি ডে জর্জি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ডেভিড। ২৫ বলে ১১ রান করে ক্যাচ আউট হন তিনি।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন টনি ডে। ২৮তম ওভারে তাইজুলের হাতে বল তুলে দেন শান্ত। এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান এই বাঁহাতি স্পিনার। টনি ডে ৭২ বলে ৩০ রান এবং ৪ বলে শূন্য রান করে ম্যাথু ব্রিটজকে আউট হলে ছন্দ হারায় প্রোটিয়ারা। এরপর রায়ান রিকেলটন ২৭ রান করে আউট হলে নিজের পঞ্চম উইকেট লাভ করেন তাইজুল ইসলাম।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]