
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাথুরুসিংহেকে অনুষ্ঠানিকভাবে সরিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ করেছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। এরই মধ্যে তিনি ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন।
১৯ অক্টোবর, শনিবার প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে নতুন দায়িত্ব ও সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।
সাকিব প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, সাকিবের উচিত সবকিছু এড়িয়ে ক্রিকেটে ফেরা। এটা একটা বাইরের ব্যাপার। সব মনোযোগ ক্রিকেটে নিশ্চিত করা আগামী কয়েকদিন আমাদের কাজের একটা বড় অংশ। আমরা কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব সেটিই আমি ছেলেদের নজরে রাখতে চাই।
টাইগারদের নতুন কোচ বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ আমার জন্য একটি ভালো দিক। আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে, যার প্রস্তুতি নিতে হবে। আমরা যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে যেতে পারব।
তিনি আরও বলেন, তার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। তার সামনে যে স্কোয়াড আছে, তাদেরকে প্রথম টেস্টর জন্য প্রস্তুত করা। গত দুই দিনে ক্রিকেটাররা দুর্দান্ত ছিল, তারা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে ক্রিকেটে মনোযোগ দিতে চান তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]