আমার সঙ্গে খেলার চেষ্টা করবেন না: সাকিব
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০০:৫৯
আমার সঙ্গে খেলার চেষ্টা করবেন না: সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে যেনো ব্যস্ততা কমছেই না। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার। এবার জানা গেল আসন্ন টি-টেন লিগের অষ্টম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।


টি-টেন লিগের অফিসিয়াল ফেইসবুক পেইজে সাকিবের ছবি পোস্ট করে এমনটা জানানো হয়। বাংলা টাইগার্সে আইকন প্লেয়ার হিসেবে খেলবেন সাকিব। অপরদিকে এই দলে খেলার জন্যে রশিদের সঙ্গে চুক্তি করেছে বাংলা টাইগার্স।


ফ্র্যাঞ্চাইজিটি টাইগার এই অলরাউন্ডারকে নিয়ে এক ভিডিও পোষ্ট করেন। যেখানে সাকিব বলেন, 'আমাকে ঘৃনা করুন কিংবা ভালোবাসা দিন, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলার চেষ্টা করবেন না।'


ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেই আমেরিকায় পাড়ি জমান সাকিব। সেখানে খেলছেন ১০ ওভারের ন্যাশনাল ক্রিকেট লিগ। এনসিএলের দল লস এঞ্জেলেস ওয়েভসের অধিনায়কের দায়িত্বও পালন করছেন এই অলরাউন্ডার। আমেরিকার লিগ শেষে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলছিলেন তিনি।


বাংলাদেশের টি-টোয়েন্টিতে থেকে অবসর নিলেও দাপিয়ে খেলে যাচ্ছেন বাহিরের দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। চলতি বছরের জুলাই মাসে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও সাকিব খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। সেখানেও দলের অধিনায়ক ছিলেন তিনি। দলকে নিয়ে গিয়েছিলেন এলিমিনেটর পর্বে।


এদিকে ২০২৩ সালে না খেলতে পারলেও ২০২২ সালে টি-টেন লিগের ষষ্ঠ আসরে সাকিব ছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক। সেবার ৬ ম্যাচে ব্যাট হাতে ৪৬ রান এবং বল হাতে নেন ৪ উইকেট নেন তিনি।


২০২৪ সালে আবুধাবি টি টেন লিগের ৮ম আসর মাঠে গড়াবে ২১ নভেম্বর থেকে। খেলা হবে ২ ডিসেম্বর অব্দি। টুর্নামেন্টে থাকবে ৮ টি দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ইতোমধ্যেই শুরু হয়েছে ম্যাচগুলোর ক্রিকেট বিক্রি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com