
নারী সাফ চ্যাম্পিয়নশিপে আগামী রোববার পাকিস্তানের ও তিন দিন পর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তাদের বিপক্ষে নামার আগে তাদের সম্পর্কে জানার সুযোগটা হাতছাড়া করলেন না বাংলাদেশের ফুটবলাররা। সবাই গ্যালারিতে বসে তাদের খেলা দেখলেন।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার নারীদের দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।
তাদের খেলার ধরন, শক্তি, দুর্বলতা বুঝে নিতে দশরথ স্টেডিয়ামের গ্যালারিতে আসেন বাংলাদেশ দলের কোচ, খেলোয়াড়েরা। পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গতবার দুই দলের দেখায় তারা জিতেছিল ৩-০ গোলে।
শিরোপা ধরে রাখার অভিযান বাংলাদেশ শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে। গতবার এই দলটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা খাতুন, মারিয়া মান্দারা। এবারও জয়ের বিকল্প ভাবছেন না তারা।
এর তিন দিন পর বড় এক পরীক্ষার সামনে পড়বে বাংলাদেশ। সেদিন খেলা হবে টুর্নামেন্টের সফলতম দল ভারতের বিপক্ষে। গতবার ফাইনালে উঠতে না পারা দলটি এবার প্রতিশোধের জন্য উন্মুখ। তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশও।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]