ব্যর্থতার সিরিজ শেষেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি তাসকিন-হৃদয়দের
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৭:৫১
ব্যর্থতার সিরিজ শেষেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি তাসকিন-হৃদয়দের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টাইগারদের সবশেষ ভারত সফরটি ছিলো ব্যর্থতার চাদরে ঢাকা। তবে এর মধ্যেও টি-টোয়েন্টি সিরিজে ভিন্ন ভিন্ন ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর সুফল পেয়েছেন তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। আইসিসি র‍্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। এছাড়াও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান। তবে পিছিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনরা।


১৬ অক্টোবর, বুধবার ছেলেদের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।


দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ভারতের রানোৎসবের মাঝেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। শেষ ম্যাচেও তিনি এক উইকেট শিকার করেন। এর সৌজন্যে ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন অভিজ্ঞ এই পেসার। এছাড়া সিরিজের তিন ম্যাচে ৪ উইকেট নেওয়া মুস্তাফিজ এক ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে। দেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। শেষ দুই ম্যাচ মিলিয়ে ৫ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে ৬১ নম্বরে উঠেছেন তানজিম সাকিব।


তিন ম্যাচ মিলিয়ে ওভার প্রতি ১৪-র বেশি রান খরচ করে ১২ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ। অফ স্পিনার শেখ মেহেদি হাসান তিন ধাপ পিছিয়ে এখন ৪১ নম্বরে।


হায়দরাবাদে ভারতের রানের সুনামির দিন বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমান হৃদয়। ৪২ বলে ক্যারিয়ার সেরা ৬৩ রানের সৌজন্যে চার ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তরুণ ব্যাটসম্যান। এছাড়া দুই ধাপ এগিয়ে ৪০ নম্বরে লিটন। অধিনায়ক শান্ত তিন ধাপ পিছিয়ে এখন ৪৯ নম্বরে।


টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। আর অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে তারই স্বদেশি রাভিন্দ্রা জাদেজা। সাকিবকে ৪ নম্বরে পাঠিয়ে জো রুট তিনে উঠে এসেছেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com