বাংলাদেশের হোয়াইটওয়াশ করা ভারত ৪৬ রানেই অলআউট
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৫:৫০
বাংলাদেশের হোয়াইটওয়াশ করা ভারত ৪৬ রানেই অলআউট
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি ঘরের মাঠে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ভারত। তবে এবার তাদের মাটিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা গেলো উল্টো চিত্র । বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনটায় রীতিমত ভারতকে লজ্জা দিয়েছে কিউইরা। টস জিতে ব্যাট করতে নেমে একেরপর এক উইকেট পতন হতে থাকে ভারতের।


১৭ অক্টোবর, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে ভারত। যা টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর আর দেশের মাটিতে সর্বনিম্ন। সেইসঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষেও এটিই সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির।


টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ভুলে যাওয়ার মতো এই রেকর্ড গড়েছিল ভারত। দেশের মাটিতে এর আগে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান। সেটি ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।


ভারতের ইনিংসে কোনো রান না করেই আউট হয়েছেন ৫ ব্যাটার। ৩১ ওভার ২ বলে সবগুলো উইকেট হারিয়ে ফেলে তারা। পুরো ইনিংসে কেবল দুজন ব্যাটার স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্ক। ওপেনার জেসওয়াল ১৩ ও পাঁচে ব্যাট করতে নামা ঋশভ পন্থ করেন ২০ রান।


নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে ম্যাট হেনরি ১৩ ওভার ২ বলে ১৫ রান খরচায় নেন ৫টি উইকেট। ১২ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন উইলিয়াম ও’রউরকে। এছাড়া টিম সাউদি নেন ১ উইকেট।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com