
নিজের দুই সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনের ভিডিও গোপনে ধারণ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার হওয়াং উই-জো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউটররা বলেছেন, ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চারবার নিজের দুই সঙ্গীর সঙ্গে যৌন মিলনের ভিডিও তাদের অনুমতি ছাড়াই ধারণ করেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
১৬ অক্টোবর, বুধবার সিউলে প্রথম আদালতে উপস্থিত হয়ে হওয়াং বলেন, ওই ঘটনার জন্য তিনি ‘গভীরভাবে দুঃখিত।’
গত মাসে প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে যোগ দেওয়া হওয়াংকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় গত জুনে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছেড়ে দেন তার শ্যালিকা, এরপরই সামনে আসে সেগুলো।
ব্ল্যাকমেইলের জন্য হওয়াং মামলা করার পর গত সেপ্টেম্বরে তার শ্যালিকাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত।
তবে হওয়াংকেও অভিযুক্ত করা হয়েছে, কারণ প্রসিকিউটররা বলেছেন যে, তিনি ভিডিওগুলো ধারণ করেছিলেন বেআইনিভাবে। আরও ক্ষতিকর কিছু যেন না হয়, তাই ভিডিওগুলোতে থাকা নারীদের সম্পর্কে বিশদ বিবরণ দিতে চাননি প্রসিকিউটররা।
সিউলের আদালতে হওয়াং বলেছেন, আমি ভবিষ্যতে কোনো অন্যায় করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা দেব। আমার কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যারা আমার পাশে থেকেছে, তাদেরকে আমি হতাশ করেছি, এজন্য আমি গভীরভাবে দুঃখিত।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]