
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ অক্টোবর মিরপুরে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। নানা আলোচনা থাকলেও সাকিব আল হাসানকে রাখা হয়েছে দলে। এছাড়া বাদ পড়েছেন খালেদ আহমেদ, দলে ফিরেছেন নাঈম হাসান।
এর আগে আজই ঢাকায় আসেন বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স। বিসিবির ঘোষণার ১৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশে পা রাখেন তিনি।
১৬ অক্টোবর, বুধবার ভোরে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে একই ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ক্যারিবীয় এই কোচ।
মিরপুর টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]