
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলসের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। এর সুবাদে আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সে দল পেয়েছিলেন তিনি। এবার বাঁহাতি এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লঙ্কার টি-টেন লিগের দল গল মার্বেলস। প্লাটিনাম ক্যাটাগরি থেকে তাকে সরাসরি সাইনিংয়ে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
১৬ অক্টোবর, বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আসরটি ফাইনালের মাধ্যমে শেষ হবে ২২ ডিসেম্বর। এই টুর্নামেন্টে সর্বমোট ছয়টি দল খেলবে। প্রতিটি স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন সাতজন করে, শ্রীলঙ্কার স্থানীয় ক্রিকেটার থাকবেন দশজন।
এদিকে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলতে কখন আসবেন তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে বিসিবির সূত্র বলছে, যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে অথবা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকায় পা রাখবেন তিনি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]