
কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ফুটবলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। কিন্তু এখনো নিয়মিত খেলে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। ভক্তদের মনে প্রশ্ন, মেসি ঠিক কবে অবসর নিতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।
১৪ অক্টোবর, বুধবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে মেসিকে অবসর নিয়ে জিজ্ঞেস করা হয়।
আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, আর্জেন্টিনা সমর্থকদের স্নেহ অনুভব করে এবং এখানে খেলতে পেরে খুব ভালো লাগছে। তারা যেভাবে আমার নামে চিৎকার করে তা আমাকে আবেগপ্রবণ করে তোলে। সবাই ভক্তদের সঙ্গে সৌহার্দ্য উপভোগ করি এবং আমরা নিজেদের দেশের হয়ে খেলতে পছন্দ করি।
মেসি বলেন, ভবিষ্যৎ সম্পর্কে কোনও তারিখ বা সময়সীমা নির্ধারণ করিনি। আমি শুধু এসব (খেলা) উপভোগ করছি। আমি আগের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ এবং সব কিছু মেনে নিচ্ছি। মানুষের কাছ থেকে ভালোবাসা কুড়িয়ে নিচ্ছি। কারণ আমি জানি, এগুলো আমার ক্যারিয়ারের শেষ দিকের খেলা। এখানে উপস্থিত থাকা আনন্দের। এই মুহূর্তটির প্রশংসার।
তিনি আরও বলেন, অল্প বয়সী সতীর্থদের সঙ্গে খেলতে পেরে আমার নিজেকেও বাচ্চা মনে হয়। ছোট ছোট অবদান রাখার চেষ্টা করি। কারণ আমি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। যতক্ষণ আমি সেই অনুভূতি ধরে রাখি এবং দলে অবদান রাখতে পারি, আমি এখানে (জাতীয় দল) উপভোগ করার পরিকল্পনা করছি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]