
আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব ১৯ দল। এই সফরে তারা তিন দিনের একটি ম্যাচ ও চারটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।
১৫ অক্টোবর, মঙ্গলবার সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
সফরকারীরা ঢাকায় পৌঁছে ওই দিনই রাজশাহীতে চলে যাবেন বলে জানা গেছে। সেখানে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এবং আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের একটি তিন দিনের ম্যাচ। এরপর আগামী ২৫ ও ২৭ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী ৩০ অক্টোবর মিরপুরে গড়াবে। আর ১ নভেম্বর চতুর্থ ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ।
বাংলাদেশের ১৬ জনের স্কোয়াড: মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (শেষ দুই ম্যাচের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী অ্যালেন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডে অধিনায়ক), ফারিদ হোসাইন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন এবং মোহাম্মদ রিজান হোসেন।
স্ট্যান্ডবাই: দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন ও শাহরিয়াল আজমির।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]