
বিপিএল ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন করে দেশীয় খেলোয়াড় ডাকলেও সাড়া পাননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধারণা করা হচ্ছে, ব্যাটিংয়ে ফর্মহীনতার কারণেই শুরুতে তাকে নেয় নি কোনো দল। তবে তৃতীয় ডাকে তাকে দলে ভিড়িয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমদের ফরচুন বরিশাল। ফলে এই ফ্র্যাঞ্চাইজিটি জাতীয় দলের সাবেক-বর্তমান চার অধিনায়ককে তাদের দলে ভেড়ালো।
১৪ অক্টোবর, সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই ড্রাফট অনুষ্ঠিত হয়।
শান্তর আগে দলটি ভেড়ায় মাহমুদউল্লাকে। মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল দুজনই ড্রাফট অনুষ্ঠানে নিজেদের গত আসরের ফ্র্যাঞ্চাইজির দল গঠনের টেবিলে আছেন।
রিটেনশন লিস্ট থেকে দেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রাখে বরিশাল। দুই জনেরই মূল্য ৬০ লাখ টাকা করে। এছাড়া রিয়াদ-শান্ত দুজনেই ড্রাফটের ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। যেখানে তাদের পারিশ্রমিকও ৬০ লাখ টাকা।
বিপিএলের আসন্ন আসর শুরুর কথা ছিল ১ জানুয়ারি। কিন্তু তা কয়েকদিন এগিয়ে ২৭ ডিসেম্বরে আনা হয়েছে। সাতটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]