সেরা ছন্দে নেই কোহলি-রোহিত: সতর্ক করলেন মঞ্জরেকর
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ২১:০১
সেরা ছন্দে নেই কোহলি-রোহিত: সতর্ক করলেন মঞ্জরেকর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে ভারত। তবে তাদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাস্কর ট্রফি। আগের দুবারই এই সিরিজে ভারত জিতেছিল। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে কিছুটা বেগ পেতে হতে পারে ভারতকে, এমনটাই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর। যার কারণ হিসেবে তিনি বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্মহীনতার কথা বলেছেন।


এক সাক্ষাৎকারে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয় আসন্ন অস্ট্রেলিয়া সফর ভারতের জন্য কিছুটা কঠিন হবে। বিরাট ও রোহিত দলের ২ সেরা তারকা ব্যাটার। কিন্তু দুজনের কেউই নিজেদের সেরা সময়ের ছন্দে নেই। অন্যান্য ব্যাটারদের মধ্যে জয়সওয়াল, গিলরা সবেমাত্র ভারতীয় ক্রিকেটে জায়গা করে নিয়েছে। আমার মনে একমাত্র ঋষভ পন্থ একজন প্লেয়ার যে নিজের সেরা ফর্মে রয়েছে ও আসন্ন সিরিজে সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে ভারতের জন্য।’


উল্লেখ্য, ২০২০ সাল থেকে টেস্টে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক রোহিত শর্মা। এখনও পর্যন্ত ৪১.৫৯ গড়ে ২০৩৮ রান করেছেন হিটম্য়ান। এই সময়ের মধ্যে রোহিত টেস্টে ৬টি শতরান ও ৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্যদিকে কোহলি এই সময়ে ১৭৪৫ রান করেছেন ৩৩.৫৫ গড়ে। তিনি দুটো সেঞ্চুরি ও আটটি অর্ধশতরান হাঁকিয়েছেন।


এদিকে, বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে পার্থে হয়ত নাও খেলতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রোহিত শর্মা নাকি বোর্ডের কাছে আর্জিও জানিয়েছেন যে, পার্থে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা আগামী ২২ নভেম্বর প্রথম টেস্টে নাও খেলতে পারেন তিনি। কারণটা ব্যক্তিগত জানিয়েছেন হিটম্য়ান। আর এরপরই রোহিতের দ্বিতীয়বার বাবা হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।


আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বুমরাকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রোহিত কোনও ম্য়াচে না খেললে কে দলের নেতৃত্ব দেবেন, এই বিষয়ে আগে থেকেই পরিষ্কার থাকতে চেয়েছে বোর্ড ও টিম ম্য়ানেজমেন্ট।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com