উয়েফা নেশন্স লিগে ডেনমার্ককে হারিয়ে শীর্ষে স্পেন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৫:১৩
উয়েফা নেশন্স লিগে ডেনমার্ককে হারিয়ে শীর্ষে স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে ডেনমার্ককে ব্যতিব্যস্ত রাখছিলেন স্পেনের ফরোয়ার্ডরা। তবে তাদের সেই প্রচেষ্টা বারবার ব্যর্থতায় রূপ নিচ্ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ দিকে মিলল কাঙ্ক্ষিত গোলের দেখা। আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে ব্যবধান গড়ে দিয়েছেন মার্তিন জুবিমেন্দি। তার একমাত্র গোলে দারুণ জয়ে শীর্ষে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল।


১২ অক্টোবর, শনিবার রাতে নেশন্স লিগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।


পুরো ম্যাচে গোলের জন্য ২৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ডেনমার্ক লক্ষ্যে তাদের একমাত্র শটটি নেয় শুরুতেই, বাকি সময়ে আর মাত্র দুটি শট নিতে পারে তারা।


ডেনমার্ক প্রথম সুযোগ পায় তৃতীয় মিনিটে। বক্সে ঢুকে কাসপের ডলবার্গের কোনাকুনি শট ঠেকান গোলরক্ষক দাভিদ রায়া। আসরে প্রথম দুই ম্যাচেই ২-০ গোলে জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল ডেনমার্ক।
সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পথচলা শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল স্পেন। প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইল স্প্যানিশরা। গত জুলাইয়ে ইউরো জয়ের পর ঘরের মাঠে স্পেনের প্রথম ম্যাচ ছিল এটি। তাই ছিল উৎসবের আবহ। ম্যাচ শুরুর আগে দর্শকদের সামনে ইউরোর ট্রফি উঁচিয়ে ধরেন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা।


স্পেন প্রথম সুযোগ তৈরি করে ষষ্ঠ মিনিটে। তবে আলেক্স গ্রিমাল্দোর শট ঠেকাতে বেগ পেতে হয়নি গোলরক্ষক কাসপের স্মাইকেলকে। ২১তম মিনিটে বক্সের ভেতর থেকে মোরাতার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।


প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সুবর্ণ সুযোগ হারান লামিনে ইয়ামাল। তার উদ্দেশ্যে মাঝমাঠ থেকে থ্রু বল বাড়ান পেদ্রো পোরো। সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে বক্সে ঢুকে পড়েন ইয়ামাল, সামনে একমাত্র বাধা গোলরক্ষক, কিন্তু উড়িয়ে মারেন বার্সেলোনা উইঙ্গার।


৬২তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পান মোরাতা। এগিয়ে এসে তার প্রচেষ্টা রুখে দেন স্মাইকেল। একটু পর মোরাতার আরেকটি শট দারুণভাবে ফিরিয়ে দেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। ৭২তম মিনিটে বক্সের বাইরে জায়গা বানিয়ে নীচু শট নেন ইয়ামাল, তিনিও স্মাইকেলের দেয়াল ভেদ করতে পারেননি।


অবশেষে ৭৯তম মিনিটে জালের দেখা পায় স্পেন। ডেনমার্কের এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করার পর বক্সের বাইরে থেকে জোরাল ভলি করেন জুবিমেন্দি, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল আশ্রয় নেয় জালে, স্মাইকেল ঝাঁপিয়ে পড়ে বলে হাত ছোঁয়ালেও আটকাতে পারেননি।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com