
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজের সবশেষ ম্যাচে তাই হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।
১২ অক্টোবর, শনিবার হায়দরাবাদের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। জাকের আলী অনিকের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়া গত ম্যাচে বোলিং ব্যর্থতার কারণে একাদশ থেকে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। তার পরিবর্তে মাঠে নামার সুযোগ পেয়েছেন আরেক স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী।
অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। দলের সেরা পেসার আর্শদীপ সিংকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার রবি বিষ্ণুই।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদী, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রায়ান পরাগ, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, রবি বিষ্ণুই ও মায়াঙ্ক যাদব।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]