
ভারতের তেলেঙ্গানা রাজ্যের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির অন্যতম ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ও আন্তর্জাতিক ক্রিকেটে সিরাজের অবদানের জন্য একটি প্লটসহ ডিএসপির পদ উপহার দেওয়া হয়েছে তাকে।
১২ অক্টোবর, শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, ডিজিপি অফিসে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দরের সাথে সাক্ষাতের পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
আজ আনুষ্ঠানিকভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানা পুলিশের মহাপরিচালক ড. জিতেন্দর দায়িত্ব বুঝিয়ে দেন সিরাজকে। এই রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এই পেসার। এখান থেকেই আইপিএল ও জাতীয় দলে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন রাজ্যের একমাত্র প্রতিনিধি।
গত জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে সিরাজের সঙ্গে দেখা করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। সে সময় সিরাজের জন্য একটি আবাসিক প্লট এবং সরকারি চাকরির ঘোষণা করেছিলেন তিনি।
গত বছর নিজেদের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, এশিয়া কাপে চ্যাম্পিয়ন এবং এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছে ভারত। দলের অর্জনে সিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]