শিরোনাম
পাকিস্তানের সঙ্গে খেলতে আগ্রহী ভারত!
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৬:২৩
পাকিস্তানের সঙ্গে খেলতে আগ্রহী ভারত!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৬ সালের শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে তারা কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি নন। তবে এক বছর পর বিসিসিআইয়ের পক্ষ থেকেই ভারত সরকারকে চিঠি দেয়া হল পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি চেয়ে।


চলতি বছরের শেষের দিকে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে পাকিস্তানের সাথে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় ভারত। তবে সেটা ভারত সরকারের অনুমতি পাওয়ার পর। আর একারণেই অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর চিঠি দিয়েছে বিসিসিআই।


এদিকে শশাঙ্ক মনোহরের বিসিসিআইয়ের প্রধানের দায়িত্বরত অবস্থায় গেলো বছর এই দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা হয়েছিল। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত সরকার এই সিরিজকে না বলে দেয়।


ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, বিসিসিআইয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে যাতে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের সাথে আলোচনা করা হয়। দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ক্রিকেটাররা খেলতে রাজি এমন প্রত্যয়নপত্রসহ এই চিঠি দেয়া হয়েছে। যদি ভারতীয় সরকার এই সিরিজের অনুমতি দেয় সেক্ষেত্রে বিসিসিআই সেপ্টেম্বর অথবা নভেম্বরে এই সিরিজ করার কথা ভাবছে।


সেপ্টেম্বরে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ ও নভেম্বরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। এই দুইয়ের মাঝামাঝি কোনো এক সময় হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই সিরিজ।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com