কোহলির হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দিল আইসিসি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১৬:৫৯
কোহলির হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দিল আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ খেলতে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন বিরাট কোহলি। সেখানেই দারুণ একটা খবর পেলেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে বিরাট কোহলিকে বিশেষ সম্মানিত করেছে আইসিসি। আইসিসি-র তরফ থেকে বিরাট কোহলির হাতে আইসিসি ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার ২০২৩ (ICC ODI Player of the Year 2023) পুরস্কারের ট্রফি ও ক্যাপ তুলে দিয়েছে।


এর আগে গত জানুয়ারিতে কোহলি বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন। তবে এতদিন পুরস্কার হাতে পাননি তিনি। তাকে দেওয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে আইসিসি।


গত বছর মাঠে দুর্দান্ত সময় কেটেছে কোহলির। ২৭ ওয়ানডের ২৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২.৪৭ গড় এবং ৯৯.১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান করেছেন। শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি। ১১ ইনিংসে ৭৬৫ রান করে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসেই যা সর্বোচ্চ রানের রেকর্ড।


বিশ্বকাপে আরও একটি রেকর্ড গড়েন কোহলি। স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে শতকের বিশ্বরেকর্ড ভেঙে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হন তিনি। এছাড়া এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের এশিয়া কাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com