
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য প্রস্তুত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। ১ জুন দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ ও জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ড দ্বিতীয় ও রিয়াল ১৫তম ইউরোপিয়ান কাপের শিরোপার আশায় খেলতে নামবে এদিন। ওয়েম্বলি ফাইনালের জন্য তৈরি হচ্ছে দুই দল।
হাইভোল্টেজ এ ম্যাচের আগে সাজ সাজ রব ওয়েম্বলি জুড়ে। ২০২১ সালে ইউরোর ফাইনালে টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করেছিলেন অনেক দর্শক। বিশৃঙ্খলা ঠেকাতে হিমশিম খেতে হয়েছিল আয়োজকদের। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্ক থাকবে উয়েফা। জোরদার করা হবে নিরাপত্তা।
ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুত লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়াম। বিশ্ব ফুটবলের অনেক গুরুত্বপূর্ণ ফাইনালের সাক্ষী লন্ডনের এই মাঠ। লন্ডনের সবচেয়ে বড় এই স্টেডিয়াম ইউরোপেরও দ্বিতীয় বৃহত্তম। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফএ'র হেডকোয়ার্টারও এখানেই।
২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও সেমিফাইনালস সহ আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ওয়েম্বলিতে। তবে ১১ জুলাই ২০২১ সালে ইতালি ও ইংল্যান্ডের মধ্যেকার ফাইনালের তিক্ততার কথা এখনো অটুট আয়োজকদের মনে। আয়োজকদের অপেশাদার আচরণের কারণে হাজার সমর্থককে পড়তে হয়েছিল ভোগান্তিতে। টিকিট ছাড়াও মাঠে ঢোকার চেষ্টা করেছিলেন সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ করতে হয়েছিলো।ক্ষমা চাইতে হয়েছিলোইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামকে।
৯০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে অতীত অভিজ্ঞতার কথা মায়ায় রেকে এবার ফাইনালের আগে জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা। যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই সতর্ক করে দেয়া হয়েছে দর্শকদের। ফাইনালের উত্তাপ ছড়িয়ে দিতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ওয়েম্বলি।
১ জুনের অপেক্ষায় সমর্থকরা। রিয়াল মাদ্রিদের হাতে উঠবে কি ১৫তম শিরোপা, নাকি ১৯৯৬-৯৭ মৌসুমের পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে বরুশিয়া, সে ক্ষণের অপেক্ষায় সমর্থকরা।
এটি ৬৯তম ইউরোপিয়ান কাপ ফাইনাল। ১৯৫৬ সালে প্রথম ইউরোপিয়ান কাপে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা ইউরোপিয়ান কাপ ১৯৯২-৯৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামে নতুনভাবে যাত্রা করে। রিয়াল মোট ছয়বার ইউরোপিয়ান কাপ ও আটবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে। ২০১১ ও ২০১৩ সালের শিরোপা নির্ধারণী ম্যাচ হয়েছিল আইকনিক এই স্টেডিয়ামেই। সর্বশেষ ৬৯তম ইউরোপিয়ান কাপের শিরোপাও কি জিতে নেবে মাদ্রিদ জায়ান্টরা?
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]