
লা লিগায় রিয়াল মাদ্রিদের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। তাই শেষের ম্যাচগুলোতে বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষা করে নিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
কিন্তু ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলে এগিয়ে থেকেও জয় পায়নি তার দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ৪-৪ গোলের ড্র।
রিয়ালের জয়রথ থামানোর নায়ক আলেক্সান্দার সলরথ। ভিয়ারিয়ালের হয়ে সবগুলো একাই করেন নরওয়ের এই স্ট্রাইকার। রিয়াল অবশ্য সবগুলো গোল প্রথমার্ধেই পেয়ে যায়, কিন্তু দ্বিতীয়ার্ধে খেল দেখান তিনি।
এল মাদ্রিগালে ১৪ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন আর্দা গুলের। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু। ৩৯ মিনিটে অবশ্য এক গোল শোধ দেন সলরথ। কিন্তু এর পরের মিনিটেই লুকাস ভাসকেসের গোলে ফের এগিয়ে যায় রিয়াল। বিরতির আগে যোগ করা সময়ে ব্যবধান ৪-১ করেন গুলের।
দ্বিতীয়ার্ধে অনেকটা একপেশে খেলাই হবে বলে মনে হচ্ছিল। কিন্তু সলরথের দাপটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভিয়ারিয়াল। বিরতির পর মাত্র ১১ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় তারা। এরপর আর অবিচ্ছিন্ন হতে পারেনি দুই দল।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]