শিরোনাম
টাইগারদের সমর্থন দিতে শ্রীলঙ্কায় বিসিএসএ টিম
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৭:৫৩
টাইগারদের সমর্থন দিতে শ্রীলঙ্কায় বিসিএসএ টিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জমজমাট টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। আগামী ২৫ মার্চ শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।


এদিকে ক্রিকেটারদের মাঠে বসে সমর্থন দিতে এবার বাংলাদেশ থেকে উড়াল দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস এসোসিয়েশন (বিসিএসএ) ১০ জন সদস্য মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।


মাশরাফি বিন মর্তুজার দলকে সমর্থন জোগাতে আগামী ৬ এপ্রিল পর্যন্ত দ্বীপদেশটিতে অবস্থান করবেন বিসিএসএ’র সদস্যরা। এই সময়ে ডাম্বুলা ও কলম্বোয় মাঠে বসে ওয়ানডে সিরিজ দেখার পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। শ্রীলঙ্কা ভ্রমণে দলটির নেতৃত্বে থাকবেন সংগঠনের সহ-সভাপতি তানভীর আহমেদ।


মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিএসএ’র সভাপতি জুনায়েদ পাইকার জানান, বাংলাদেশ দলকে সমর্থন জোগাতে এটি বিসিএসএ’র তৃতীয় বিদেশ সফর। এর আগে ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও হায়দারাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ টেস্টে মাঠে বসে খেলা দেখেছিলেন ক্রিকেটপাড়ায় প্রশংসিত সংগঠনটির সদস্যরা।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com