
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লাইপজিগের বিপক্ষে তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে ছাড়াই খেলতে হবে তাদের। বাম পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় ম্যাচটি খেলতে পারবেন না তিনি। রোববার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বেলিংহ্যামের বাম পায়ের গোড়ালি বাজেভাবে মচকে গেছে।
স্প্যানিশ লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে রিয়ালের ৪-০ গোলে জয়ের ম্যাচে চোট পান বেলিংহ্যাম। ৫৭তম মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন বর্ষীয়ান কোচ কার্লো আনচেলত্তি। মাঠ ছাড়ার আগে জোড়া গোল করেন বেলিংহ্যাম। ৩৫তম মিনিটে ভিনিসিয়ুসের পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে ডি-বক্সে ঢুকে নিশানা ভেদ করেন তিনি। এরপর ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই তরুণ ফুটবলার।
নতুন করে বেলিংহ্যাম যোগ হওয়ার মধ্য দিয়ে রিয়ালের চোটগ্রস্ত ফুটবলারের তালিকা আরও দীর্ঘ হলো। বেলিংহ্যামের আগে থেকেই মাঠের বাইরে আছেন চার সেন্টার-ব্যাক এদার মিলিতাও, ডাভিড আলাবা, নাচো ফার্নান্দেস, অ্যান্টোনিও রুডিগার ও গোলরক্ষক থিবো কোর্তোয়া।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় জার্মান ক্লাব লাইপজিগের মাঠে খেলতে নামবে রিয়াল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]