বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৩
বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফের বিশ্বকাপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া। সিনিয়রদের বিশ্বকাপের পর এবার যুব বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।


গত বছরের নভেম্বরেই ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল দেখেছিল বিশ্ব। ঘরের মাঠে অজিদের বিপক্ষে সেই ম্যাচে শিরোপা হারানোর স্বাদ পেতে হয়েছিল রোহিত শর্মাদের। সেই ক্ষত শুকাতে না শুকাতেই আরও একবার ফাইনালে মুখোমুখি এই দুই দেশ।


১১ ফেব্রুয়ারি, রবিবার দক্ষিণ আফ্রিকার উইলোমুর পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিউ ওয়েবগেন। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অন্যতম সফল দল ভারত। সব মিলিয়ে ১৪টি আসরে ভারতীয়রা চ্যাম্পিয়ন হয়েছে মোট ৫বার। অন্যদিকে অজিরা শিরোপা জিতেছে তিনবার। এবারের আসরেও তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে ভারত।


ফাইনালের আগে ভারতীয় অধিনায়ক উদয় সাহারান বলেন, ‘আমাদের লক্ষ্য ফাইনালে একটি উত্তরাধিকার তৈরি করা, যা পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’


অন্যদিকে অজি যুবাদের অধিনয়াক হিউ ওয়েগেনও ফাইনাল নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে উঠতে পেরে আমরা উচ্ছ্বসিত। ভারতের বিপক্ষে রবিবারের ফাইনালে নামার জন্য তর সইছে না আমাদের। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছে দল। দল হিসেবে ট্রফি জেতাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’


ভারত একাদশ
আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, শচীন ধস, আরেভেলি অবনীশ, মুরুগান অভিষেক, রাজ লিম্বানি, নমন তিওয়ারি, সৌমি পান্ডে।


অস্ট্রেলিয়া একাদশ
হ্যারি ডিক্সন, স্যাম কনস্টাস, হিউ ওয়েবগেন (অধিনায়ক), হারজাস সিং, রায়ান হিকস, অলিভার পিক, রাফ ম্যাকমিলান, চার্লি অ্যান্ডারসন, টম স্ট্রেকার, মাহলি বিয়ার্ডম্যান, ক্যালাম ভিডলার।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com