সব গুঞ্জনের অবসান, দ্রাবিড়ই থাকছেন কোচ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ২১:৫৩
সব গুঞ্জনের অবসান, দ্রাবিড়ই থাকছেন কোচ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে গুঞ্জন উঠেছিলো, মেয়াদ শেষ হওয়ায় ভারতের কোচ হিসেবে থাকতে আগ্রহী নেন দ্রাবিড়। সব গুঞ্জনের অবসান হলো আজ। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে বহাল থাকছেন দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ২৯ নভেম্বর, বুধবার একথা জানানো হয়েছে।


বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘‘২০২৩ বিশ্বকাপ দিয়ে রাহুলের সঙ্গে চুক্তি শেষ হয়। পরবর্তীতে তার সঙ্গে বোর্ডের কথাবার্তা হয়েছে। বোর্ড তার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’’


দ্রাবিড়ের পাশাপাশি মেয়াদ বাড়ানো হয়েছে দলের অন্যান্য কোচিং স্টাফদেরও। কিন্তু দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের দ্বিতীয় মেয়াদে সময়সীমা জানায়নি বিসিসিআই।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো পরিবেশিত এক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারস মামব্রসহ অন্য সাপোর্ট স্টাফরা থাকবেন।


বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, ‘দ্রাবিড়ের দর্শন, পেশাদারিত্ব এবং পরিশ্রম ভারতের সাফল্যের অন্যতম কারণ। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় সর্বদাই অত্যন্ত চাপে থাকতে হয় দ্রাবিড়কে। শুধুমাত্র চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই নয়, যেভাবে সাফল্য পেয়েছে সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।’


নতুন মেয়াদে দায়িত্বের বিষয়ে দ্রাবিড় বলেন, ‘‘ভারতীয় দলের কোচ হিসেবে গত দুই বছর দারুণ উপভোগ্য ছিল। এই সময়ে আমরা অনেক উত্থান-পতন দেখেছি। এই যাত্রায় অনেক স্মরণীয় মুহূর্তও রয়েছে। আমাদের ড্রেসিংরুমের সংস্কৃতি ছিল অসাধারণ। সঠিক উপায়ে আমরা যথাযথ প্রস্তুতি নিতে উন্মুখ ছিলাম। যার প্রভাব সামগ্রিক ফলে দেখা গেছে।’’


দ্রাবিড়ের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট- টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষে উঠে ভারত। কিন্তু দ্রাবিড়ের হাত ধরে অধরা আইসিসির কোন ইভেন্টে শিরোপা জিততে পারেনি ভারত।


২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় এবং ২০২৩ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে রানার্স-আপ হয় ভারত। তবে ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপের শিরোপা জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com