জানা গেল বিশ্বকাপে মাহামুদউল্লাহর জ্বলে উঠার অনুপ্রেরণা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৭:০৩
জানা গেল বিশ্বকাপে মাহামুদউল্লাহর জ্বলে উঠার অনুপ্রেরণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত বিশ্বকাপে বাংলাদেশের দুঃসংবাদ বৈ কোনও সুসংবাদ নেই। একের পর এক ম্যাচে হার। ব্যাটাররা পাচ্ছে না রানের দেখা। আশা ছিল লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে দারুণ কিছু করবেন। অবশ্য শুধু এ দু’জন নন, বাংলাদেশের পুরো ব্যাটিং লাইনই তো ব্যর্থ। ব্যতিক্রম শুধু মাহমুদউল্লাহ রিয়াদ। ফিটনেস জটিলতায় বিশ্বকাপ স্কোয়াডে যার জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল। সেই শঙ্কা-সমালোচনার জবাব দিয়েছেন তিনি ব্যাট দিয়ে।


৫ ম্যাচে ব্যাট করতে নেমে করেছেন ২৭৪ রান। যেখানে এক সেঞ্চুরি এবং এক ফিফটি রয়েছে। অথচ এই মাহমুদউল্লাহই বিশ্বকাপের আগে মাস ছয়েক জাতীয় দলের বাইরে ছিলেন। গত সপ্তাহে প্রকাশিত র‍্যাংকিংয়ে তার অবস্থান ছিল ৫০তম। ৫৪৬ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে বর্তমানে তিনি যৌথভাবে অস্টেলিয়ার মিচেল র্মাশের সঙ্গে অবস্থান করছেন ৪৮তম স্থানে।


মাহামুদউল্লাহ সাফ্যলরে পিছে অনুপ্রেরণা ছিল তার ছেলে রাইদ। এক ভিডিওতে বাবা মাহমুদউল্লাহর উদ্দেশ্যে রাইদকে বলতে শোনা যায়, আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা বাবা, তুমি আমার গল্পের নায়ক। ভিডিওটি প্রকাশ করে মাহমুদুল্লাহর স্ত্রী লেখেন, ‘এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিলেন'।


বিবার্তা/রবিন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com