অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৪:৩০
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি অস্ট্রেলিয়া। আজ নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের খোঁজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে প্যাট কামিন্সের দল। সোমবার (১৬ অক্টোবর) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপায়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।


ওয়ানডেতে এখন পর্যন্ত ১০২ বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা-অস্ট্রেলিয়া। এর মধ্যে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। ৬৩টি জয় পেয়েছে অজিরা। ৩৫টি জয় আছে শ্রীলংকার। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।


বিশ্বকাপের মঞ্চেও জয়ের দিক দিয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার। ১১বারের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে আটবার, শ্রীলংকার জয় মাত্র ২টিতে ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৯৬ সালের পর বিশ্বকাপে আর অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি শ্রীলংকা। সর্বশেষ বিশ্বকাপেও ৮৭ রানে জিতেছিলো অজিরা।


অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটকিপার), মার্কাস স্টয়নিশ গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।


শ্রীলঙ্কা একাদশ: কুশাল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েল্লাগে, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com