ছেড়ে আসা পিএসজিকে নরক বললেন নেইমার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮
ছেড়ে আসা পিএসজিকে নরক বললেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বার্সেলোনা ছেড়ে দীর্ঘ ৬ বছর প্যারিসের ক্লাব পিএসজিতে কাটিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে এত বছরেও ক্লাবটিকে আপন মনে হয়নি তার। পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগদানের কিছুদিন পরই পিএসজিকে নিয়ে কিছুটা নেতিবাচক মন্তব্য করলেন তিনি।


২০১৭ সালে রেকর্ড দামে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টেনেছিল পিএসজি। তবে যতটা সাড়া ফেলে প্যারিসের ক্লাবে ভেড়ানো হয়েছিল তাকে, তার খুব একটা প্রতিদান দিতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। ইনজুরির কারণে বেশির ভাগ সময় সাইডলাইনে থাকার পাশাপাশি মাঠের খেলায়ও দিতে পারেননি সেরাটা।


ছয় বছরে দলের হয়ে তেমন কোনো অবদান না রাখতে পারায় নেইমারের ওপর ক্ষুব্ধ পিএসজি সমর্থকরা। ক্লাব ছাড়ার ঠিক কয়েক মাস আগেই ব্রাজিলিয়ান তারকার বাড়ির সামনে বিক্ষোভও করে ক্লাবটির সমর্থকরা। শুধু তা-ই নয়, ক্লাব ছাড়ার পর পিএসজির সমর্থকরা নেইমারকে উদ্দেশ্য করে কটুকথা লিখে ব্যানার নিয়েও এসেছিল মাঠে। এবার নেইমারও দিলেন সবকিছুর জবাব।


ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তেকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘প্যারিসে আমরা নরকবাস করেছি। আমরা সেখানে নিজেদের সেরাটা দিতেই গিয়েছিলাম। চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে চেয়েছিলাম। সে জন্যই আমরা (মেসির সঙ্গে) আবার একসঙ্গে খেলা শুরু করেছিলাম। একসঙ্গে ইতিহাস গড়তে চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি।’
নেইমারের মতো মেসিও পিএসজিতে খারাপ সময়ের মধ্য দিয়ে গেছেন। আর্জেন্টাইন মহাতারকাকে একবার নিষিদ্ধও করেছিল ক্লাব। এ ছাড়া সমর্থকদের দুয়ো তো নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল! ক্লাব ছাড়ার পর নেইমারের মতো তাকে নিয়েও অপমানজনক পোস্টার বানিয়েছিল পিএসজি সমর্থকরা।


মেসির সঙ্গে দীর্ঘ সময় ধরে একই ক্লাবে খেলেছেন নেইমার। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। তাই মেসির সঙ্গে সমর্থকদের এমন আচরণ ভালোভাবে নেননি নেইমারও। তিনি বলেন, ‘আর্জেন্টিনার হয়ে সে স্বর্গবাস করেছে। তার জন্য খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু প্যারিসে সে নরকবাস করেছে। আমার মতে, প্যারিসে তার সঙ্গে অন্যায় করা হয়েছে। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে সে (পিএসজি থেকে) যেভাবে চলে গিয়েছে, সেটি প্রাপ্য ছিল না।’
বার্সেলোনায় নিজের সেরা সময় কাটালেও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসেই তারকা হিসেবে বেড়ে উঠেছিলেন নেইমার। ক্যারিয়ারের কোনো পর্যায়ে আবার সেই পুরোনো ক্লাবে ফিরে যাওয়ার ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে নেইমার বলেন, ‘সান্তোসে ফেরার ইচ্ছা আছে। কবে জানি না। তবে ফিরব, এটা নিশ্চিত।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com