লিটনের একাদশ: সাকিব থাকলেও নেই তামিম
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১৬:৫০
লিটনের একাদশ: সাকিব থাকলেও নেই তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ে বাংলাদেশের অন্যতম আস্থার নাম লিটন কুমার দাস। এর সঙ্গে উইকেটের পেছনেও তার ওপরে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। আনুষ্ঠানিকভাবে তামিম নেতৃত্ব ছাড়ার পর নতুন ওয়ানডে অধিনায়কের দৌড়েও এগিয়ে আছেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। সদ্য কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফিরেছেন লিটন।


১০ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দেন এই টাইগার ক্রিকেটার। সেখানে লিটনের কাছে জানতে চাওয়া হয় তার নিজের বিশ্বসেরা একাদশ।


বিশ্বসেরা একাদশে নিজেকে উইকেটরক্ষক ও অধিনায়কের ভূমিকায় রেখেছেন লিটন। এছাড়াও তার একাদশে জায়গা পেয়েছেন আর একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে লিটনের বিশ্বসেরা একাদশে জায়গা হয়নি ড্যাশিং ওপেনার তামিম ইকবালের।


লিটনের বিশ্বসেরা একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের বীরেন্দর শেবাগ ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। টপ অর্ডারের বাকি দুই অবস্থানে আছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিং।


তিন পেসারের দলে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার। তাদের সঙ্গ দিতে আছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। দুই স্পিনার হিসেবে একাদশে রেখেছেন মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।


লিটনের বিশ্বসেরা একাদশ: বীরেন্দর শেবাগ, সনাৎ জয়সুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাকিব আল হাসান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন।


বিবার্তা/রিয়াদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com