তামিমের ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১৯:২০
তামিমের ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+


চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর ঘোষণা দেওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন নাজমুল হাসান পাপন। তবে তামিমের দিক থেকে সাড়া পাননি। অবশেষে আজ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি পাপনও। এই বৈঠক থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার করার কথা জানান তামিম। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। মানসিকভাবে চাঙা হয়ে ফিরতে তাঁকে এই সময় দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তামিমের অবসর প্রত্যাহাররে প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওর (তামিম) সংবাদ সম্মেলন দেখে আমার একটা ধারণা হয়েছিল, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাওয়া যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’


তামিমের অবসর ঘোষণার পর গতকাল রাতেই জরুরি বৈঠকে বসেন বিসিবির কর্তারা। বৈঠক শেষে পাপন জানান, অবসর নিয়ে তাদের কোনো চিঠি দেননি তামিম। তবে আজ তামিম চিঠি দিয়েছেন জানিয়ে পাপন বলেছেন, ‘আজকে একটা এসেছে।’


এরপর পাপন জানিয়েছেন, যেহেতু তামিম শারীরিক ও মানসিকভাবে ফিট না তাই প্রধানমন্ত্রী তাঁকে দেড় মাস বিশ্রামে থাকতে বলেছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com