রিয়ালে বেনজেমা ১৪ বছরের ইতি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৫:৫১
রিয়ালে বেনজেমা ১৪ বছরের ইতি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ১৪ বছরের পথচলার ইতি টেনেছেন করিম বেনজেমা। গত রোববারই ফরাসি স্ট্রাইকারের বিদায়ের বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছিল লস ব্লাঙ্কোসরা। মঙ্গলবার (৬ জুন) রিয়ালের অনুশীলন কেন্দ্রে সমর্থক কিংবা সাংবাদিকদের ছাড়াই বেনজেমার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।


রিয়ালের জার্সিতে ১৪ বছরের ক্যারিয়ারে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৫টি ট্রফি জিতেছেন বেনজেমা। মাদ্রিদের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৮ ম্যাচে ৩৫৪টি গোল করেছেন ব্যালন ডি'অরজয়ী এই তারকা। তাই বিদায় বেলায় বেশ আবেগাপ্লুত হয়ে রিয়ালের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার।


রিয়ালের বিদায় অনুষ্ঠানে বেনজেমা বলেন, 'আমি কখনই রিয়াল মাদ্রিদকে ভুলব না। অসম্ভব। এটা ইতিহাসের সেরা ক্লাব। কিন্তু আমি মনে করি এখনই সময় চলে যাওয়ার এবং অন্য গল্প জানার। অনেক রকম অনুভূতি নিয়ে কথা বলা কঠিন, কিন্তু আমি রিয়াল মাদ্রিদ এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। আমার জীবনের ভালো এক পথচলা ছিল। আমার শৈশবের স্বপ্ন পূরণ করতে পেরে যথেষ্ট ভাগ্যবান আমি।'


তিনি আরও বলেন, 'আনচেলত্তিকে ধন্যবাদ, যিনি শুরু থেকেই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখন বিষয়টা কিছুটা দুঃখজনক, কারণ আমি ক্লাব ছেড়ে যাচ্ছি। আমি মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছিলাম এবং এখানে অবসর নিতে চেয়েছিলাম, কিন্তু তেমনটা হলো না। আমি সবসময় মাদ্রিদের ভক্ত থাকব। আমাকে সবসময় সেই শক্তি দেওয়ার জন্য ভক্তদেরও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।'


এদিকে রিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের চুক্তিও সেরে ফেলেছেন বেনজেমা। ফরাসি তারকার সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। টুইটারে বেনজেমার চুক্তি স্বাক্ষরের কয়েকটি ছবি পোস্ট করে ক্লাবটি লিখেছে,‘করিম বেনজেমা, আমাদের সবচেয়ে নতুন সুপারস্টারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। যিনি শিগগিরই আমাদের স্টেডিয়াম আলোকিত করার জন্য প্রস্তুত আছেন।’


এই চুক্তির বিষয়টি দলবদল বিষয়ক ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোও নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ থাকছে ২০২৬ সাল পর্যন্ত। বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার বাৎসরিক পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ, তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন সাবে রিয়াল কিংবদন্তি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com