
রণবীর কাপুরের ‘রামায়ণ’ ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। দিন যত যাচ্ছে, ছবিটি নিয়ে ততই উৎসাহ বাড়ছে। সামনে আসছে নতুন নতুন খবর।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘রামায়ণ’ এর বাজেট নাকি ৮৩৫ কোটি রুপি। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে।
অন্যদিকে, শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়ে রণবীরের ‘রামায়ণ’ ছবি। এই প্রথমবার নয়, এর আগেও শোনা গিয়েছিল অর্থের কারণে প্রায় বন্ধ হতে বসেছিল ছবির শুটিং। সেই সমস্যা কাটিয়ে অবশ্য সম্প্রতি ‘রামায়ণ’-এর শুটিং শুরু করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এমনকি, কয়েকদিন আগে শুটিং ফ্লোর থেকে ফাঁসও হয়েছে রণবীরের ‘রাম’ অবতারের ছবিও।
রামায়ণের স্বত্ত্ব নিয়ে দুই প্রযোজনা সংস্থার অশান্তি চলছে। আর এ কারণেই নাকি আটকে যেতে পারে রামায়ণ ছবির শুটিং।
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির অন্যতম প্রযোজনা সংস্থা মধু মন্টেনার সঙ্গে আর্থিক লেনদেনের সমস্যা নিয়ে জটিলতা শুরু হয় প্রাইম ফোকাস টেকনোলজিসের।
সূত্র বলছে, প্রাইম ফোকাস টেকনোলজিস অনেক আগেই প্রজেক্ট রামায়ণ নামে স্বত্ত্ব কিনে রেখেছিল। তা মন্টেনা প্রযোজনা সংস্থাকে বিক্রির সময় যে অর্থের কথা হয়, তা পায়নি।
অন্যদিকে, মন্টেনা প্রযোজনা সংস্থার কথায়, প্রোজেক্ট রামায়ণ একেবারেই তাদের। এই তর্কের মাঝে পড়েছেন এই ছবির সহ-প্রযোজক এবং দক্ষিণী ছবির তারকা যশ।
তিনি জানিয়েছেন, এই ছবি একেবারেই স্বপ্নের মতো। ইতোমধ্যেই ভিএফএক্সের কাজ শুরু হয়েছে। তাই এই সব সমস্যা কাটিয়ে শিগগিরই ফের শুটিং শুরু হবে। পরিচালকের সঙ্গেও এই নিয়ে আলোচনা হয়েছে। তিনটি পার্টে তৈরি হবে এই সিনেমা।
সূত্রের খবর, ২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। এই ছবিতে কৈকেয়ীর চরিত্রে নাকি মনীষা কৈরালার কথা ভাবা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]