
ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। চার বছর আগে করোনাকালীন সময়ে হারিয়েছিলেন বাবা গায়ক-অভিনেতা শক্তি ঠাকুরকে। এবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মা। রয়েছেন লাইফ সাপোর্টে। এর মাঝেই কঠিন সিদ্ধান্ত নিলেন মোনালি।
বৃহস্পতিবার ( ১৬ মে) ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, কীভাবে সামলাব এই পরিস্থিতি। কীভাবে এই শূন্যতাকে ভরিয়ে তুলব…এই ব্যথা কীভাবে দূর হবে। মনে হয় মা ক্লান্ত, কিংবা নয়। কিন্তু এটাই সময়, আর আমি এক কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেব...।
মোনালি আরও লিখেছেন, এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, তা কেন শেখাওনি তুমি? অসহায় লাগছে। কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে থেকো। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে…কোথায় রয়ে গেলাম মা আমি… এবার কী করব… আমার মা, আমার শিকড়, আমার সব…।
চিকিৎসা প্রসঙ্গে মোনালির বড় বোন মেহুলি জানান, উচ্চ রক্তচাপের পাশাপাশি ১০২ ডিগ্রি জ্বর আর নানা ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে কষ্ট পাচ্ছেন মা। তাই এমন কঠিন পরিস্থিতিতে মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছেন মোনালি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]