বৃষ্টি না থামলে পরিত্যক্ত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ
প্রকাশ : ০৯ মে ২০২৩, ২৩:২৭
বৃষ্টি না থামলে পরিত্যক্ত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের চেমসফোর্ডে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টির আশঙ্কা ছিল শুরু থেকেই। বাংলাদেশ পুরো ইনিংস খেলতে পারলেও আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে নামার পর থেকে মেঘ জড়ো হতে থাকলো। ১৭তম ওভারে নেমে গেলো বৃষ্টি। ড্রেসিংরুমে দুই দল।


প্রায় এক ঘণ্টা হয়ে গেলো বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। ভারী বর্ষণের আগে ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান করেছে আয়ারল্যান্ড। এখনও তাদের দরকার ৩৩.৩ ওভারে ১৮২ রান। আর যদি বল মাঠে না গড়ায়, তাহলে ফল কী হবে?


বৃষ্টি অনেকক্ষণ ধরে হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সাধারণত ফল বের করার নিয়ম। সেক্ষেত্রে খেলা দেরিতে শুরু হলে ওভার কমবে এবং নতুন লক্ষ্য দাঁড়াবে আইরিশদের সামনে। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা না হলে অমীমাংসিতই থেকে যাবে এই ম্যাচ। কারণ ওয়ানডে ম্যাচের ফল পাওয়ার জন্য দুই ইনিংসে ন্যুনতম ২০ ওভার খেলা হওয়া বাধ্যতামূলক।


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বৃষ্টির মাত্রা তেমন বেশি না থাকলেও চেমসফোর্ডের আকাশ এখনও ছেয়ে আছে কালো মেঘে। ফলে বাড়ছে খেলা শুরুর অপেক্ষা। এরই মধ্যে প্রায় এক ঘণ্টার বেশি সময় হারিয়ে গেছে ম্যাচ থেকে। নিশ্চিতভাবেই আরও সময় লাগবে খেলা শুরু হতে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com