ক্ষমা চাইলেন মেসি
প্রকাশ : ০৬ মে ২০২৩, ১০:০০
ক্ষমা চাইলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্লাবের অনুমতি ছাড়া লিওনেল মেসির সৌদি আরব সফর নিয়ে ফুটবল-বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনুমতি ছাড়া দলের অনুশীলন বাদ দিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে মেসিকে।


এছাড়া প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছেন তার বিরুদ্ধে। কেউ কেউ তার এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।


এমন অবস্থায় সবাই তাকিয়েছিল মেসির দিকে, তিনি কী বলেন, তা শোনার জন্য। অবশেষে মেসি পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।


ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি। সেই বার্তায় আরেকবার ধরা পড়ল তার চিরায়ত সেই বিনয়ী রূপ। সবকিছুর জন্য নিজের ক্লাব পিএসজি আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।


মেসি সৌদি আরবের পর্যটন দূত। অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। মেসি কি জানতেন না, এ কাজ করলে তাকে শাস্তি পেতে হবে? এরপরও কেন গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।


ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও পোস্ট করে মেসি বলেছেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিও তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এ সফর আগে থেকেই ঠিক করা ছিল, এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছি।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com