চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয়স্থানে উঠলো রংপুর
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৭
চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয়স্থানে উঠলো রংপুর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রংপুরের জয়যাত্রা যেন থামছেই না। এবারের বিপিএলে প্রথম পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল নুরুল হাসান সোহানের দল। এরপর শুরু হয় তাদের জয়যাত্রা। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত হয়েছিল আগেই। এবার চট্টগ্রামকে হারিয়ে এল টানা ষষ্ঠ জয়।


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরাবরের মতো আজও ব্যাটিংয়ে ব্যর্থ দলটি ১৩২ রানের বেশি করতে পারেনি। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ২৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় অপায় রংপুর।


টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দলের সেরা তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম। রান পাননি তারকা ক্রিকেটার আফিফ হোসেনও, ফিরেছেন ১৫ রান করেই। বিদেশি রিক্রুট কার্টিস ক্যাম্ফার ও ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। এরপর তৌফিক খান তুষারকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালাতে থাকেন জিয়া।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছে রংপুর। দুই ওপেনার মিলে যোগ করেন ৩৮ রান। ১২ বলে ২০ রান করে নাইমের বিদায়ের পর রহমানউল্লাহ গুবরাজকে নিয়ে হাল ধরেন রনি তালুকদার। ২৮ রান করে ফেরেন রনি। তৃতীয় উইকেটে রনি আর গুবরাজ মিলে দলকে নিয়ে যান জয়ের কাছেকাছি। ৪৮ রান করে গুবরাজ শেষের দিকে আউট হলেও জয় নিয়েই মাঠ ছাড়েন সোহান।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com