চেলসির হয়ে অভিষেকেই ফেলিক্সের লাল কার্ড
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ১৫:২০
চেলসির হয়ে অভিষেকেই ফেলিক্সের লাল কার্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চেলসি যেন সাফল্যের কোনো পথই খুঁজে পাচ্ছে না। এফএ কাপে ম্যানচেস্টার সিটির কাছে এক হালি গোল খাওয়ার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে হারলো ফুলহ্যামের কাছে।


এই ম্যাচেই ব্লুদের হয়ে প্রথম খেলতে নেমে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও ফেলিক্স। তার মাঠ ছাড়ার আগে ১-১ গোলে সমতা থাকলেও ১০ জনের দল নিয়ে সেটি ধরে রাখতে পারেনি গ্রাহাম পটারের শিষ্যরা।


বৃহস্পতিবার রাতে ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজে চেলসিকে ২-১ গোলে হারায় ফুলহ্যাম। ২৫ মিনিটে উলিয়ানের গোলে প্রথমে এগিয়ে যায় তারা। বিরতির পর দ্বিতীয় মিনিটেই কোলিবালির গোলে সমতা আনে চেলসি। ৫৮ মিনিটে লাল কার্ড দেখেন ফেলিক্স। তার ১৫ মিনিট পরেই কার্লোস ভিনিসিয়াসের গোলে লিড নেয় ফুলহ্যাম। শেষ পর্যন্ত এই সমীকরণেই শেষ হাসি হাসে তারা।


চেলসির বিপক্ষে সর্বোচ্চ পর্যায়ের ৫৩টি ম্যাচে মাত্র চতুর্থবার জিতলো ফুলহ্যাম। আর ২০০৬ এর পর এই প্রথম জিতলো তারা। এছাড়া ১৯৬৬ সালের পর এই প্রথম টানা ৫টি ম্যাচ জিতলো ‘লিলি হোয়াইটস’ খ্যাত দলটি।


এই নিয়ে ১৮ ম্যাচে মাত্র ৭টি জয়ে চেলসির পয়েন্ট ২১। অবস্থান দশম। এর আগে ব্লুদের এমন অবস্থা হয়েছিল ২০১৫-১৬ সালে। এছাড়া এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ফুলহ্যাম।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com