শিরোনাম
ল্যাথামের সেঞ্চুরি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১০:৩৮
ল্যাথামের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাসকিনের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান টম ল্যাথাম। ১৬৭ বলে সেঞ্চুরি করতে ১৩টি বাউন্ডারি হাঁকান বাঁহাতি এ ব্যাটসম্যান। টেস্টে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।

 

এদিকে টানা চার উইকেটে অর্ধশত রানের জুটি পায় নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে টম ল্যাথাম-হেনরি নিকোলস ৭১ বল খেলে ৫০ রানের জুটি গড়েন। আগের তিনটি জুটিতেও ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ল্যাথাম।

 

প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৪ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছে স্বাগতিক দল। ১১০ রান নিয়ে উইকেটে রয়েছেন টম ল্যাথাম এবং ২৫ রান নিয়ে নিকোলস। বাংলাদেশের চেয়ে এখনও ৩২৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

 

দলীয় ২০৫ রানে, ইনিংসের ৪৭ তম ওভারে কামরুল হাসান রাব্বির বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আক্রমণাত্মক ইনিংস খেলা রস টেইলর। ৫১ বলে ৪০ রান করেন তিনি।

 

টেইলরের আগে দুর্দান্ত ব্যাট করতে থাকা উইলিয়ামসনকে ফেরান তাসকিন। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটের দেখা পান টাইগারদের এ পেস বোলার। নিউজিল্যান্ডের ১৩১ রানের মাথায় পার্টটাইম উইকেটরক্ষক ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক। তবে তার আগে, রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে ৫৫ বল খেলে তুলে নেন ৫৩ রান। টম ল্যাথামকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে ফেলেছিলেন তিনি। বাংলাদেশের জন্য সত্যিই বিপজ্জনক হয়ে উঠেছিলেন এই জুটি।
 

এদিকে ব্যাটিংয়ে ঝড় তুললেও বোলিংয়ের ফর্মটা এখনো খুঁজে পাননি সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজও পারেননি কোনো চমক দেখাতে। তাই পেস বোলারদের ওপরই ভরসা রাখতে হচ্ছে বাংলাদেশকে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com