শিরোনাম
সাকিবের পর মুশফিকের শতক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৭, ০৮:৪৭
সাকিবের পর মুশফিকের শতক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাংলাদেশ সময় ভোর ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সফররত বাংলাদেশ দল ৪ উইকেট হারিয়ে ৩৯১ তুলেছে। সাকিব ও মুশফিক সেঞ্চুরি করেছেন।


ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে এটি মুশফিকের প্রথম সেঞ্চুরি। ইনজুরি থেকে ফিরে ব্যাট হাতে দূর্বার মুশফিক। সাদা পোশাকে অনেকটা ওয়ানডে স্ট্যাইলে ব্যাটিং করেছেন উইকেট রক্ষক এ ব্যাটসম্যান। ১৭৯ বলে ১৭ বাউন্ডারিতে শতরানের দেখা পান মুশফিক।


অন্যদিকে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির স্বাদ পেলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে এটি সাকিবের দ্বিতীয় সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয়। এর আগে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি সাকিব প্রথম ইনিংসে ৮৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০০ রান করেন। শুক্রবার নেইল ওয়েগনার বল স্কয়ার লেগে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ১৫০ বলে ১৩ বাউন্ডারিতে শতরানের ইনিংসটি সাজিয়েছেন সাকিব।


বলাযায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় পুঁজির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে তিনশ রান পেরিয়েছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে এ জুটির সংগ্রহ ১৪৩ রান। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ৪০৮। ২০১০ সালে হ্যামিলটনে এ রান করেছিল টাইগাররা।


সাকিবের ৩০০০: তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলার পথে সাকিব এ মাইলফলক অতিক্রম করেন। এর আগে হাবিবুল বাশার সুমন ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করেন। ২৯২৯ রান নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামেন সাকিব।


প্রথম সেশন: সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি ছিল বাংলাদেশের। ১ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে সফরকারীরা। হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মুমিনুল হক দিনের শুরুতেই ৬৪ রানে সাজঘরে ফিরেন। টিম সাউদির বলে উইকেটের পিছনে ক্যাচ দেন মুমিনুল।


ফিরে এসে মুশফিকের হাফ-সেঞ্চুরি: ইনজুরি থেকে ফিরে এসে ব্যাট হাতে দূত্যি ছড়ান মুশফিকুর রহিম। টাইগার অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্ট্যানারের বলে বাউন্ডারি হাঁকিয়ে হাফ-সেঞ্চুরির দেখা পান টাইগার দলপতি। ১০২ বলে ৭ বাউন্ডারিতে মুশফিক হাফ–সেঞ্চুরির ইনিংসটি সাজান।


সাকিবের হাফ-সেঞ্চুরি: নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ২০তম হাফ-সেঞ্চুরি এটি। টিম সাউদির বলে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি হাঁকান সাকিব। ওই বাউন্ডারিতে ৪৯ থেকে ৫৩ রানে পৌঁছান বাঁহাতি এ ব্যাটসম্যান। ৮৬ বলে ৮ বাউন্ডারিতে ইনিংসটি সাজান সাকিব।


কোনো রান না করেই মুমিনুল সাজঘরে: প্রথম দিন ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। আশা জাগিয়েছিলেন, ১১তম হাফসেঞ্চুরিকে রূপ দিবেন সেঞ্চুরিতে। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই হতাশ করেন ‘মিনি’। টিম সাউদির অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে সহজ ক্যাচ দেন মুমিনুল। দ্বিতীয় দিন কোনো রান পাননি বাঁহাতি এ ব্যাটসম্যান। ১১৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেন তিনি।


প্রথম দিন: ওয়েলিংটনে বৃষ্টি আর আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলায় বাংলাদেশ ৩ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। মাত্র ৪০.২ ওভার খেলার সুযোগ পায় বাংলাদেশ। সাকিব আল হাসান ৫ ও মুমিনুল হক ৬৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। চতুর্থ উইকেটে তাদের সংগ্রহ ৯ রান।


সাজঘরে ইমরুল, তামিম ও মাহমুদউল্লাহ: ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছেন ইমরুল কায়েস। ইনিংসের শুরুতেই বাংলাদেশকে বিপদে ফেলেন ইমরুল। টিম সাউদির বলে পুল করতে গিয়ে লং লেগে ক্যাচ দেন ইমরুল (১)। তামিম ৫০ বলে ৫৬ রান করে ফিরেন বোল্টের বলে। প্রথম দিনের শেষ প্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করেন ওয়াগনার। ২৬ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।


তামিম, মুমিনুলের হাফ-সেঞ্চুরি: আক্রমণাত্মক ব্যাটিংয়ে তামিম ইকবাল নিজের ২০তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মাত্র ৪৮ বলে। সে সময়ে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৫৬। তামিমের পর হাফ-সেঞ্চুরির দেখা পান মুমিনুল হকও। ‘প্রিয় প্রতিপক্ষ’ নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই দূর্বার মুমিনুল। ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com