‘মুলা’ ঝুলানো সবজির বাজারে ক্রেতা অসন্তোষ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫১
‘মুলা’ ঝুলানো সবজির বাজারে ক্রেতা অসন্তোষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের গ্রামাঞ্চলে শীত পড়েছে অনেক আগেই। শহরেও তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। তবুও কমছে না সবজির বাজার। গত একমাস ধরে শীতের দোহাই দিয়েই চড়া দামে চলছে সবজির বাজার। ক্রেতা সাধারণ বলছে, শুনেই আসছি শীত আসলে সবজির দাম কমবে, কবে কমবে? ঢাকায় শীত নেমেছে ১৪ ডিগ্রিতে দেশের বাইরেও বইছে শৈত্যপ্রবাহ এখনো ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ক্রেতাদের ‘মুলা’ ঝুলাচ্ছে ব্যবসায়ীরা।


শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায়, টমেটো ১২০ টাকা, কাঁচা মারিচ ১০০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ১০০, করোলা ১০০ টাকা, শসা কেজি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, মুলা কেজি ৩০ টাকা, পেঁয়াজের পাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।


এছাড়া বাজারে বরবটি প্রতি কেজি ১০০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, মাঝারি সাইজের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, সাধারণ শিম কেজি ৫০ টাকা, শালগম ৫০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ৩০ টাকায় বিক্রি হচ্ছে।


রাজধানীর শান্তিনগর বাজার করতে আসা রাজু আহমেদ বলেন, শীতে মানুষ কাঁপছে, কিন্তু বাজারে আসলে সবজির বাজার এখনো খুব গরম। দুই একটি ছাড়া বেশিরভাগ সবজি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকার ঘরে। শীতের সময়ও সবজির এত দাম এটা মেনে নেওয়া যায় না। এই সময়ে এসে সবজির দাম থাকবে সবচেয়ে কম, অথচ বাজারে উল্টো চিত্র। একমাত্র মুলার সবচেয়ে কম দাম, এছাড়া বাকি সবজি ৫০ টাকা, আর বেশিরভাগ গুলোই ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য অনেক বেশি দাম।


সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, শীতের সবজি এখনো পুরোপুরি বাজারে ওঠেনি। যেসব মাল আছে সেগুলো আগের ক্ষেতের ফসল। নতুন করে সবজি বাজারে ওঠা মাত্রই দাম অনেক কমে যাবে। যদিও এ সময়ে এসে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। এর মূল কারণ নতুন সবজি এখনো ওঠেনি, আর বর্তমানে সরবরাহ কিছুটা কম। এক সপ্তাহের মধ্যে আশা করা যায় নতুন সবজি গুলো উঠবে, তখন অনেকটাই দাম কমে আসবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com