শিরোনাম
সূচকের পতন চলছেই শেয়ারবাজারে
প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ২১:২৯
সূচকের পতন চলছেই শেয়ারবাজারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মঙ্গলবার দেশে দুই শেয়ার বাজারে সূচক বাড়েনি।



ডিএসই


দিন ডিএসইর প্রধান সূচক ৭৮ দশমিক ৩৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৪১ দশমিক ৭৮ পয়েন্ট কমেছে।


এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ২৪১ কোটি ৪৬ লাখ টাকা।


ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১১ কোটি ৪৪ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২২৪ কোটি ৫৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৬ কোটি ৯১ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯১ পয়েন্টে।


সিএসই


সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১২ কোটি ২৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৬৬ লাখ টাকা।



এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪১ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১০ হাজার ২৩৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩৫ দশমিক ৯০ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৪০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১২ হাজার ৭৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯০ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৫ হাজার ৬১২ পয়েন্টে অবস্থান করছে।


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com